অভিনেতা মোশাররফ করিম বলেন, মাঝেমধ্যে মনে হয় অভিনয়টা ছেড়ে দিই। আবার কয়েক দিনের মধ্যেই মনে হয়, না... এটা ছাড়া পারব না। আমি দেখছি ১০-১২ দিনের বেশি অভিনয় ছাড়া থাকতে পারি না। তবুও যদি কখনো ছেড়েই দিই, সাংবাদিকতা করব এই ইচ্ছাটা অনেক দিনের। মোশাররফ করিম মনে করেন, সাংবাদিকতার বড় শক্তি হলো মানুষের গভীরে প্রবেশ করে সত্য, অনুভব আর অভিজ্ঞতা তুলে আনা। তিনি বলেন, আমার চাকরি করতে হবে, এটা ভাবতেই পারি না। আমার আবার অন্য ক্রিয়েটিভ কাজ যেমন লেখালেখি করতে ইচ্ছা করে। সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। এমনকি সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন অভিনেতা। তিনি বলেন, আমি তারিক ভাইয়ের (তারিক আনাম খান) ইন্টারভিউ নিতে চাই। হায়াত ভাইয়ের সঙ্গে (আবুল হায়াত) দীর্ঘ আলাপ করতে চাই। এ ইচ্ছাগুলো বহুদিনের। শুধু আকর্ষণ নয়, এ পেশার প্রতি তাঁর সম্মানও প্রকাশ পেয়েছে কথায়। মোশাররফ করিম বলেন, সাংবাদিকতা আমার কাছে নিছক পেশা নয়, বরং এক ধরনের সৃজনশীল অন্বেষণ। এ পেশার সবচেয়ে বড় শক্তি হলো- একজন মানুষকে তার গভীর থেকে তুলে আনা, তার ভাবনা ও অনুভবকে ছুঁয়ে যাওয়া। এ কাজের মধ্যে যে গভীরতা, সেটাই আমাকে টানে। তাই অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতে পারি। কারণ এ পেশার প্রতি আমার অগাধ শ্রদ্ধা।