এবার প্রেমের জন্য আলোচনায় টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। আর প্রেমের বিষয়টি জানিয়েছেন এ নায়িকা নিজেই। প্রেম করছেন মধুমিতা, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিকের সঙ্গে ছবিও শেয়ার করেছেন তিনি। এরপর প্রশ্ন আসে কার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় মধুমিতার। এর পর থেকে আনুষ্ঠানিকভাবে তিনি সিঙ্গেলই ছিলেন। এবার তিনি জানালেন, দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন তিনি। সপ্তমীর মধ্যরাতে শেয়ার করা সেই ছবিতে দেখা যাচ্ছে- অভিনেত্রীর হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা। মধুমিতা লিখলেন- ‘নতুন শুরু’। এছাড়া আরেকটি ছবিও এসেছে প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে ম্যাচিং করে কালো শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক। নাম দেবমাল্য চক্রবর্তী।