ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। তিনি ‘দেবী’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। যার ফলে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। সম্প্রতি নতুন অধ্যায়ে পা রেখেছেন শবনম। হয়েছেন বিচারক। এনটিভির রিয়ালিটি শো ‘হা-শো’র সপ্তম মৌসুমের বিচারক হয়েছেন এই অভিনেত্রী। এদিকে অভিনয়ের বাইরে আর কিছু করার ভাবনা আছে কিনা প্রসঙ্গে তিনি জানান, ‘আশা করছি কোনো প্রতিষ্ঠানে যুক্ত হব। আগেও আমি করপোরেট চাকরি করেছি। মাঝে স্নাতকোত্তরের জন্য চাকরি ছাড়তে হয়েছিল। তো পড়া যেহেতু শেষ, আশা করছি নতুন বছরের শুরুতেই কোনো কোম্পানিতে যুক্ত হব। যদিও চাকরি করা প্রথম পছন্দ না। অভিনয়টাই করতে চাই।
কিন্তু শুধু অভিনয় করে চলতে গেলে বেছে বেছে কাজ করার সুযোগ কম থাকে।’