‘শাকচুন্নি’ বলে চিৎকার আর বাংলায় গালাগালি দিয়ে ‘ভুল ভুলাইয়া ৩’র ঝলক শুরু হয়েছে। কেবল কণ্ঠ শুনেই ভক্তরা বুঝে গেছেন, মঞ্জুলিকা রূপে ফিরে এসেছেন হিন্দি সিনেমার অভিনেত্রী বিদ্যা বালান।
ফের ‘রুহ বাবা’ হয়ে ধরা দিতে চলেছেন কার্তিক আরিয়ান, সঙ্গে থাকছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি এবং ক্যামিও চরিত্রে মাধুরী দীক্ষিত। ‘ভুল ভুলাইয়া ৩’র টিজারেও শোনা গেছে ‘আমি যে তোমার’ গানটি; আছে এই ফ্র্যাঞ্চাইজির আলোচিত ‘হরে কৃষ্ণ হরে রাম’ গানটিও।
‘ভুল ভুলাইয়া ৩’ তৈরি হয়েছে কলকাতার পটভূমিতে। সিনেমার বড় অংশের দৃশ্যধারণও হয়েছে এই রাজ্যে। ধারণা করা হচ্ছে আগের দুই কিস্তির মত এবারও সাফল্য ধরে রাখতে পারবে আনিস বাজমির এই সিনেমাটি। চলতি বছরের দীপাবলিতে প্রেক্ষাগৃহে ‘ভুল ভুলাইয়া ৩’ মুক্তির কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ