হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি এবার নিজের সংগ্রহে থাকা ভিনটেজ ১৯৫৮ ফেরারি গাড়িটি নিলামে তুলতে যাচ্ছেন। নিলামের জন্য ক্রিস্টি’স অকশন হাউজকে বেছে নিয়েছেন জোলি। আগামী মাসে প্যারিসে হবে এই নিলাম।
নিলাম প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এটিকে ‘এক্সেপশনাল সেল’ বলা হচ্ছে। গাড়িটি ১৪, ১৬ এবং ২০ নভেম্বর ক্রিস্টি’সের প্যারিস শো রুমে রাখা হবে সর্বসাধারণের দেখার জন্য। এরপরেই নিলামে উঠবে এই গাড়ি। আগামী ২০ নভেম্বর বসবে নিলামের আসর।
১৯৫২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত গাড়িটি বাজারে পাওয়া যেত। সেই সময়ে এই গাড়িটিতে ছিল একাধিক আধুনিক সুবিধা। ১২-সিলিন্ডার, ২৪০-হর্স-পাওয়ারের ইঞ্জিনের ১৯৫৮ ফেরারি ২৫০ জিটি গাড়িটি বাংলাদেশের মুদ্রায় প্রায় ৮ কোটি থেকে সাড়ে দশ কোটি টাকায় বিক্রি হতে পারে।
তবে অ্যাঞ্জেলিনা জোলি কেন তার গাড়িটি নিলামে তুলতে যাচ্ছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। অভিনেত্রীর ভক্তদের ধারণা ব্যক্তিজীবন নিয়ে হতাশ হয়েই হয়তো এমন করছেন অভিনেত্রী। সূত্র : ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/শআ