রাজধানীর মগবাজারে স্বেচ্ছসেবক লীগ নেতা মাহাবুবুর রহমান রানা হত্যা মামলায় দুই আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলো কামরান (২০) ও সাদ্দাম (২০)। গত রবিবার মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল জব্দ করা হয়। গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কামরান শীর্ষ সন্ত্রাসী রনির নির্দেশে তার অন্য সহযোগীদের নিয়ে হত্যাকাণ্ডটি ঘটানোর কথা স্বীকার করে। এদিকে রানা হত্যা মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী রনিসহ ১০ সন্ত্রাসীকে খুঁজছে পুলিশ। পুলিশের তালিকায় অন্য সন্ত্রাসীরা হলোÑ কালা রিপন, কবির, সোহরাওয়ার্দী, অংকুর, কিসলু, পারভেজ, সজিব, ফখরুল এবং রনি (২)। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা রানা মগবাজারের ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে ক্ষুব্ধ হয়ে ওঠে মগবাজারের পলাতক শীর্ষ সন্ত্রাসী রনি।
সে তার সহযোগীদের দিয়ে রানাকে হত্যার পরিকল্পনা করে। তিনি আরও জানান, গ্রেফতারকৃত কামরান ও সাদ্দাম হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। কেন হত্যা করা হয়েছে সে বিষয়েও তথ্য দিয়েছে। হত্যার সঙ্গে শীর্ষ সন্ত্রাসী রনিসহ তার সহযোগীরা জড়িত রয়েছে। ডিস ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারের জের ধরেই শীর্ষ সন্ত্রাসী রনি ও তার সহযোগীরা রানাকে হত্যা করে। রনিসহ খুনের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
গোয়েন্দা সূত্র জানায়, ফখরুল ও রনি মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী। রনি পলাতক অপর শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী। দীর্ঘদিন ভারতে পলাতক ছিল রনি। সম্প্রতি দেশে ফিরে অন্য পলাতক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা ও চাঁদাবাজির অন্তত ১৫টি মামলা রয়েছে। আর ফখরুলের বিরুদ্ধে হত্যাসহ রাজধানীর রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে। যুবলীগ নেতা মিল্কি হত্যা ও র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে জাহিদ সিদ্দিকী তারেক নিহত হওয়ার পর থেকে খালেদ ওরফে ল্যাংড়া খালেদের সহযোগী হিসেবে কাজ করে আসছে তারা।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি রাজধানীর মগবাজারে মসজিদ গলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহাবুবুর রহমান রানাকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
মগবাজারে রানা হত্যাকাণ্ড
অস্ত্রসহ দুই আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর