আত্মগোপনে থেকেও ঢাকা ও চট্টগাম সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে গোপনে তৎপরতা চালিয়ে যাচ্ছে ২০-দলীয় জোটের অন্যতম শরিক দল জামায়াতে ইসলামী। মেয়র পদে তাদের কোনো প্রার্থী না থাকলেও কাউন্সিলর পদে গুরুত্ব দিয়েছে তারা। চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ডের ৩৬টিতেই কাউন্সিলর পদে প্রার্থিতা দিচ্ছে জামায়াত। আর খণ্ডিত ঢাকা সিটি করপোরেশনের দুই অংশে তাদের টার্গেট ৪০-৫০টি ওয়ার্ডের কাউন্সিলর পদ। নির্ভরযোগ্য সূত্র জানায়, ইতিমধ্যে দলের এমন মনোভাবের কথা জোট প্রধান বিএনপির শীর্ষ নেতৃত্বকে জানানোও হয়েছে। এ ব্যাপারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত ও কৌশল কী হবে, তা জানার অপেক্ষা করছে জামায়াত। বিএনপির সঙ্গে বনিবনা হলে কাউন্সিলর পদে জামায়াত তাদের পছন্দের কিছু ওয়ার্ডে একক প্রার্থী দেওয়ার প্রস্তাব করবে। এ জন্য একটি তালিকা করা হয়েছে। প্রস্তাবে বিএনপি রাজি না হলে জামায়াত নিজেদের মতো করে কাউন্সিলর পদে নির্বাচন করবে।
জানা গেছে, হামলা-মামলায় বিপর্যস্ত জামায়াত শুরুর দিকে দোটানায় থাকলেও শেষ পর্যন্ত দলের নীতিনির্ধারকরা তিন সিটির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ঢাকা মহানগর জামায়াতের নায়েবে আমির হামিদুর রহমান আযাদকে প্রধান করে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটিও করা হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে বিভক্ত ঢাকা সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করলে জামায়াত ৪০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছিল। রাজধানীতে অধিকাংশ সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী তারাই। রাজধানীর দক্ষিণের জামায়াতের এক কাউন্সিলর প্রার্থী জানান, সর্বশেষ প্রায় ১০ বছর আগে অনুষ্ঠিত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে একটিমাত্র ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছিল। ১৫টি ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থীরা দ্বিতীয় এবং ৩৫টি ওয়ার্ডে তৃতীয় হয়েছিল। ওইসব ওয়ার্ডকে এখন বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রামে জামায়াতের ভোটব্যাংক রয়েছে। ১৯৯৪ সালের নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ২৯ হাজার ভোট পেয়ে অল্প ব্যবধানে তৃতীয় হয়েছিলেন। তিনি আরও জানান, আপাতত দলের ব্যানারে না হলেও স্থানীয় সংগঠনগুলোর ব্যানারে জামায়াত প্রার্থী দিচ্ছে। ৪১ ওয়ার্ডের ৩৬টিতেই কাউন্সিলর পদে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গতবারের জয়ী তিন কাউন্সিলরও আছেন এ তালিকায়। তিনি দাবি করেন, বর্তমানে রাজধানী এবং চট্টগ্রামে জামায়াত-শিবির অনেক শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রায় তিন মাস আগে থেকে নীরবে প্রস্তুতি নিয়েছেন জামায়াত সমর্থিত সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা। রাজনৈতিক ও প্রশাসনিক কারণে প্রকাশ্য সভা-সমাবেশ করতে না পারলেও তারা ভোটার তালিকা অনুসরণ করে বাড়ি বাড়ি গিয়ে লোকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, দুস্থদের মাঝে সাহায্য বিতরণসহ নানা কৌশলে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তারা কৌশল হিসেবে নিজেদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছেন। সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনের ব্যাপারেও জামায়াত সক্রিয় রয়েছে। জামায়াতের এক কর্মপরিষদ সদস্য বলেন, সারা দেশে গুম-খুন, সন্ত্রাস, নির্যাতন-নিপীড়নে সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ প্রতিনিয়ত বাড়ছে। এ অবস্থায় ২০ দল-সমর্থিত মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বেশির ভাগই জয়ী হওয়ার সম্ভাবনা আছে। আর সরকার নির্বাচনে কারচুপি করলে নতুন করে আন্দোলন জমিয়ে তোলার সুযোগ পাওয়া যাবে।
শিরোনাম
- ইলন মাস্ককে রাজনীতি থেকে দূরে থাকতে বললেন মার্কিন মন্ত্রী
- দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কৃষকদলের সদস্য সচিব বহিষ্কার
- জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নামকৃত চত্বর ও সড়ক উদ্বোধন
- ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
- ‘জুলাই শহিদদের প্রেরণা অনুসরণ করলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব’
- জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি ৪.৮৬ শতাংশ
- পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত না মেনে পদোন্নতি প্রক্রিয়ার বিরুদ্ধে এফডিসিতে বিক্ষোভ
- মাগুরায় সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে নবম স্থানে টাইগাররা
- সাভারে পিস্তল ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- ভোট দেব সন্দ্বীপে, এমপি হবে 'মালদ্বীপে' : নবীউল্লাহ নবী
- ইরানের প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল: রিপোর্ট
- এশিয়ান কাপ নিশ্চিত করে ৫০ লাখ টাকা পাচ্ছে নারী দল
- রাজনৈতিক পরিবর্তন ছাড়া ব্যাংকের কোনও নীতিমালাই কাজ করবে না: গভর্নর
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আকাশে ১৮ কিলোমিটার উঁচু ছাইয়ের স্তম্ভ
- বাগেরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার প্রস্তুতিসভা
- সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন হামজা-জামালরা
- মঙ্গলবার ঢাকায় আসছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিব
- নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ, বাতিলের দাবিতে অবস্থান
- এবার আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাপা থেকে অব্যাহতি
গোপনে সক্রিয় জামায়াত, টার্গেট কাউন্সিলর পদ
শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর