রাজধানীর স্পর্শকাতর এলাকার একটি আবাসিক হোটেলে শক্তিশালী বোমাসহ আত্মঘাতী জঙ্গি আস্তানার খবরে আতঙ্ক ছড়িয়েছে জনমনে। নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্যে কীভাবে শক্তিশালী বোমা নিয়ে ওই হোটেল পর্যন্ত পৌঁছে গেল জঙ্গি সাইফুল, এ নিয়েও নানা প্রশ্ন উঠেছে। জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে হামলার জন্য আত্মঘাতী জঙ্গির প্রস্তুতি দেখে হতবাক পুলিশ ও গোয়েন্দাদের পদস্থ কর্মকর্তারা। সংশ্লিষ্টরা বলছেন, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর যেখানে যোগ দেওয়ার কথা, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে থাকার কথা। যেখানে জঙ্গিদের একটি হুমকি সব সময় থেকেই যাচ্ছে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় আরও সতর্কতা নেওয়াটা অত্যন্ত জরুরি। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) একে মোহাম্মদ আলী শিকদার মনে করেন, দেশে এখনো জঙ্গি ঝুঁকি রয়ে গেছে। জঙ্গি হামলা হতে পারে এমন চিন্তা করেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর পান্থপথে যে হোটেলে আত্মঘাতী জঙ্গির আস্তানা পাওয়া গেছে, সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বর বেশি দূরে নয়। শোক দিবসে সেখানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যোগ দেওয়ার বিষয়টি পূর্ব নির্ধারিত। যে কারণে সেখানকার নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ পর্যায়ের হতে হবে। আত্মঘাতী জঙ্গি ওই হোটেলে কোন উপায়ে প্রবেশ করল, পুলিশ কী সেখানে আগে থেকে তল্লাশি করেনি—এমন প্রশ্নগুলো এসে যায়। তা ছাড়া হোটেল কর্তৃপক্ষকে আগে থেকেই পুলিশকে অ্যালার্ট করে রাখতে হবে। যে কোনো সন্দেহভাজন বোর্ডারদের সম্পর্কে। নিরাপত্তা নিশ্চিতে এ বিষয়টি গুরুত্বপূর্ণ। পুলিশের এটি করার কথা। করে থাকলে, হোটেল কর্তৃপক্ষের এখানে কোনো দুর্বলতা রয়েছে কিনা, বা তারা বোর্ডারের ব্যাগ তল্লাশি করেছে কি না তা পুলিশকে খতিয়ে দেখতে হবে। আর নিরাপত্তা নিশ্চিতে কোনো ফাঁক ফোকর রয়েছে কিনা—পুলিশকে তাও এখন দেখতে হবে। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, পুলিশ তো আসলে কাজটি ঠিক মতো করতে পেরেছেই। এখানে পুলিশকে ধন্যবাদ দেওয়া যেতে পারে। তবে নিরাপত্তার বিষয়ে কিছু ধাপ থাকে। পুলিশ বা গোয়েন্দা এটা নির্ধারণ করে থাকে। নিরাপত্তা নিশ্চিত করতে জনে জনে তল্লাশি করা সম্ভব হয় না। এটা জনমনে বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। মাঝে মধ্যে ব্যালান্স করতে একটু ছাড় দেওয়া হয়। ওই ছাড় দেওয়ার সময়ে ছিদ্র তৈরি হয়ে যায়। তখনই এ ধরনের অনুপ্রবেশ ঘটবে। গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর এরিয়া চিন্তাভাবনায় নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিতে হবে।
শিরোনাম
- শাপলা না দেওয়ার আইনি ব্যাখ্যা দিলে অন্য প্রতীক বিবেচনা করা হবে: নাহিদ
- দুবাই ও মিয়ানমার থেকে এক লাখ টন চাল কিনছে সরকার
- একটি মার্কায় বেহেশতের গ্যারান্টি, প্রতারণা ছাড়া কিছু নয় : আমান উল্লাহ
- মাঝ আকাশে জ্বালানি লিক, ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ
- স্বর্ণের দাম কমেছে
- জেন জি বিক্ষোভে উত্তাল পেরু, রাজধানীতে জরুরি অবস্থা
- বৃহস্পতিবার সিইসির সঙ্গে বৈঠক করবে বিএনপি
- আফগানিস্তানকে ইনিংস ব্যবধানে হারালো জিম্বাবুয়ে
- অক্টোবরের ২১ দিনে রেমিট্যান্স এলো ১৮৫ কোটি ডলার
- ৫০০ বছরে প্রথম, পোপের সঙ্গে প্রার্থনায় অংশ নেবেন ব্রিটিশ রাজা
- সিরিয়া পুনর্গঠনে ব্যয় হবে ২১৬ বিলিয়ন ডলার: বিশ্বব্যাংক
- এএফডি ও বিআইআইএসএস-এর যৌথ ব্যবস্থাপনায় সেমিনার
- নির্বাচন কমিশনের আচরণ নিরপেক্ষ মনে হচ্ছে না : নাহিদ
- একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের ষড়যন্ত্র : আব্দুস সালাম
- নরওয়ের প্রধানমন্ত্রীর সঙ্গে জেলেনস্কির বৈঠক
- সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা
- জার্মান চ্যান্সেলরের বিরুদ্ধে তরুণীদের বিক্ষোভ
- শেখ হাসিনার মামলায় যুক্তিতর্ক শেষ, রায়ের দিন ধার্য হবে কাল
- ফেব্রুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা
- এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
কীভাবে স্পর্শকাতর জোনে ওরা?
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

টিকটকে আশ্লীলতা, আদালতের নির্দেশে বিয়ে করতে হচ্ছে দুই নাইজেরিয়ান ইনফ্লুয়েন্সারকে
২৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন