চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলার রায়ে আদালত ১৪ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমান গতকাল দুপুরে এ রায় দেন। অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া, সাবেক শিল্পসচিব নুরুল আমিন, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহীম, পরিচালক উইং কমান্ডার (অব.) সাহাব উদ্দিন আহাম্মদ, উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার, মহাব্যবস্থাপক (প্রশাসন) কে এম এনামুল হক, হাফিজুর রহমান, দীন মোহাম্মদ ও হাজী আবদুস সোবহান। তাদের মধ্যে পরেশ বড়ুয়া ও সাবেক শিল্পসচিব নুরুল আমিন পলাতক। অস্ত্র আটকের অপর মামলায় এই ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। স্মর্তব্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাত ১২টা ৫৫ মিনিটে চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) সংরক্ষিত জেটিঘাটে দুটি মাছ ধরার ট্রলার থেকে এসব অস্ত্র খালাস করে ট্রাকে তোলার সময় পুলিশ আটক করে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব অস্ত্র ও গোলাবারুদের সর্ববৃহৎ চালান ধরা পড়ার পর দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার তদন্তে প্রমাণিত হয়, সমুদ্রপথে এ অস্ত্র চীন থেকে আনা হয়েছিল ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য। অস্ত্র চোরাচালানের সঙ্গে তৎকালীন জোট সরকারের শীর্ষ পর্যায়ের সম্পর্ক প্রমাণিত হওয়ায় তা দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুটি দেশের সম্পর্কের জন্য স্পর্শকাতরতাও সৃষ্টি করে। এ এলাকার দেশগুলোর মধ্যে আস্থার সম্পর্ক স্থাপনে অস্ত্র আটক ও চোরাচালান মামলার রায় তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা যায়।
শিরোনাম
- টানা বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের জম্মু-কাশ্মীর, ভূমিধসে ৩১ জনের মৃত্যু
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান
- যুদ্ধোত্তর গাজা নিয়ে ‘বড় বৈঠকের’ আয়োজন করছেন ট্রাম্প
- কিনশাসার পথে বাংলাদেশ পুলিশের ১৮০ শান্তিরক্ষী
- ডিপসিকের হাত ধরে এআই জগতে নতুন সংযোজন
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে রিভিউ শুনানি
- চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-মেয়ের
- আজ থেকে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু
- চতুর্থবার হাবিবের সঙ্গে কণ্ঠ দিলেন আতিয়া
- ভেন্যু জটিলতা কাটছে না বার্সেলোনার
- জাজিরায় তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন
- বিজিবির অভিযানে ৪টি অস্ত্র ও ৫০৭ রাউন্ড গুলি উদ্ধার
- টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ, চালক আটক
- গুগল সার্চে এআই মোড চালু: ব্যবহার করবেন যেভাবে
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- ‘প্রোপাগান্ডার হাতিয়ার’, রয়টার্সকে বিশ্বাসঘাতক বলে পদত্যাগ সাংবাদিকের
- ঢাকায় হালকা বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা সাড়ে ২২ হাজার কোটি টাকা
- কাজী নজরুল গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা : রিজভী
- রাজধানী ঢাকায় কোথায় কোন কর্মসূচি আজ