ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৭ লাখ মানুষ। প্রাণ হারিয়েছেন অন্তত ২০জন। কয়েকশ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন রাজ্যের ৭০ হাজার মানুষ।
চার দিন ধরে বৃষ্টির ফলে ভারতের ক্রিপুরায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। প্রায় সব নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে।
বৃহস্পতিবারই বৃষ্টির কারণে ধস নেমে একই সঙ্গে দুই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে।
রাজ্যটির রাজস্বসচিব ব্রিজেশ পাণ্ডে জানিয়েছেন, ১৭ লাখ মানুষ এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় সাড়ে ৪০০ ত্রাণশিবির খোলা হয়েছে।
এখনো পর্যন্ত বিদ্যুতের ৮৪৪টি খুঁটি ভেঙে গেছে, ১৫১টি ট্রান্সফর্মার, দুটি সাবস্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাজ্যের অনেক জায়গায় বিদ্যুৎ নেই। তিনি আরো বলেছেন, ত্রিপুরা রাজ্যে দুই হাজার ৩২টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এক হাজার ৯৫২টি জায়গায় রাস্তা ভেঙে গেছে, ১৫৩টি ড্রেজার কাজ করছে।
এ ছাড়া রাজ্যের সব স্কুল অনির্দিষ্টকালের জন্য ছুটি দেওয়া হয়েছে। গোমতী, দক্ষিণ ত্রিপুরাসহ বিভিন্ন উপদ্রুত এলাকায় টেলি যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল