অবরুদ্ধ গাজার খান ইউনিসে ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিস এবং দেইর এল-বালাহতে স্থল অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
আজ শুক্রবার সকালে এ হামলা চালানো হয়। ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির আলোচনার মধ্যে হামলার এ ঘটনা ঘটল।
জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি এবং বন্দিদের মুক্তির চুক্তি এখনো দৃশ্যমান।’
গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪০ হাজার ২৬৫ জন নিহত হয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে যে তারা গাজা শহরের জেইতুন এলাকায় হামাসের একটি "কমান্ড সেন্টারে" বিমান হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, সুবিধাটি একটি ভবনের মধ্যে অবস্থিত যা আগে একটি স্কুল হিসাবে কাজ করেছিল। হামাস সেখানে অস্ত্র মজুদ করে রেখেছে বলে অভিযোগ ইসরায়েলি বাহিনী।
তবে এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/নাজমুল