পাকিস্তানের মাকরান উপকূলীয় হাইওয়েতে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে ১১ জন নিহত হয়েছেন। আজ রবিবারের এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। দেশটির কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
লাসবেলা পুলিশের সিনিয়র পরিদর্শক নাভেদ আলম বলেন, ইরান থেকে বাসটিতে তীর্থযাত্রীদের নিয়ে পাঞ্জাবে যাচ্ছিল। এ সময় বাসটি বুজজি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারায়।
লাসবেলা জেলা কমিশানার হুমায়রা বালস বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে এবং তারা প্রাথমিকভাবে একটি স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে, আহতদের সেবা দেয়ার জন্য।
বাস দুর্ঘটনা আহতদের মধ্যে সাত জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহত ১১ জনের মরদেহ দ্রুতই উদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছেন হুমায়রা বালস। সূত্র : ডন ও জিও নিউজ।
বিডি-প্রতিদিন/শআ