ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশের একটি কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও ১৭ জন আহত হয়েছে।
এছাড়া আরও ৩০ জন শ্রমিক রিপোর্ট লেখা পর্যন্ত খনিতে আটকে ছিল বলে জানা গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মদনজু কোম্পানি পরিচালিত খনির বি এবং সি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় ব্লকে মোট শ্রমিকের সংখ্যা ছিল ৬৯ জন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার স্থানীয় রাত ৯টায় বিস্ফোরণটি ঘটে। সূত্র: রয়টার্স, আল আরাবিয়া
বিডি প্রতিদিন/একেএ