ইরান কখনও আমেরিকা ও ইসরায়েলকে পশ্চিম এশিয়া অঞ্চলের ভাগ্য পরিবর্তন করার অনুমতি দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন লেবাননে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোজতাবা আমানি।
তিনি এক এক্স বার্তায় আরও লিখেছেন, পশ্চিম এশিয়া অঞ্চলের ভবিষ্যত প্রতিরোধ অক্ষের নেতৃত্বে এ অঞ্চলের দেশগুলোই নির্ধারণ করবে।
গত মাসে লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে পেজার বিস্ফোরণে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আমানি।এক্স বার্তায় তিনি লিখেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির লেবানন সফর ছিল একটি সাহসি ও শক্তিশালী পদক্ষেপ। এ সফর পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ ফলাফল বয়ে আনবে।
তিনি বলেন, ইরান এ পর্যন্ত বহুবার প্রমাণ করেছে, দেশটি কঠিন সময়ে লেবাননের পাশে থাকে।
ইসরাইলি বাহিনী যখন লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপকভাবে বোমাবর্ষণ করে যাচ্ছে তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরকচির বৈরুত সফরকে সাহসী পদক্ষেপ বলে প্রশংসা করেন আমানি।
শুক্রবার (৪ অক্টোবর) লেবানন সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি।
সূত্র: পার্সটুডে