ইসলামিক জিহাদের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) মধ্য পশ্চিম তীরের নুর শামস শরণার্থী শিবিরে এক বিমান হামলায় ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গোষ্ঠীর নুর শামস ক্যাম্পের প্রধানকে হত্যা করা হয়েছে।
টাইমস অব ইসরায়েল বলছে, এর আগে আগস্টের শেষ দিকে মুহাম্মাদ জাব্বার হত্যা করা হয়। পরে মুহাম্মদ আব্দুল্লাহকে ইরান-সমর্থিত গোষ্ঠীর ক্যাম্প প্রধান করা হয়। আইডিএফ জানিয়েছে আই নেতার সঙ্গে অপর একজনকেও হত্যা করেছে তারা। তবে দ্বিতীয় ব্যক্তির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল বাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, আব্দুল্লাহ "অনেক হামলা" সহ গোষ্ঠীর কার্যক্রম পরিচালনার জন্য দায়ী ছিল। তাকে হত্যার পর স্থলভাগে অভিযান চালিয়ে আধা-স্বয়ংক্রিয় রাইফেল এবং ফ্ল্যাক জ্যাকেট জব্দ করেছে আইডিএফ।
এদিকে ফিলিস্তিনের অফিসিয়াল নিউজ আউটলেট ওয়াফা বলেছে, ইসরায়েলি সৈন্যরা দুজনের মরদেহও জব্দ করেছে। তবে তাদের মধ্যে আসলেই ইসলামিক জিহাদের প্রধান রয়েছেন কি না তা স্পষ্ট করেনি তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ