মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে ডেমোক্র্যাটিক প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম ঘোষণা করার পর থেকেই ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুুথ সোশ্যালের শেয়ার মূল্য কমতে থাকে। এ সপ্তাহেই সংস্থাটির ৯০ কোটি ডলার নেই হয়ে গেছে। ট্রুথ সোশ্যালের পরিচালনাকারী প্রতিষ্ঠান ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে অধিকাংশ শেয়ারের দাম কমার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটিরও শেয়ার মূল্যও কমে যায়। ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল ফেসবুক-টুইটারের বিকল্প হিসেবে যাত্রা শুরু করে।
১৯ জুলাই পর্যন্তও ডোনাল্ড ট্রাম্পের এ সামাজিক যোগাযোগমাধ্যমটির মূল্য ছিল চার বিলিয়ন ডলার। কমলা হ্যারিস ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার পর এটির শেয়ার মূল্য ৩ দশমিক এক বিলিয়ন মার্কিন ডলার কমে যায়। এমন ধসের কারণে প্রেসিডেন্ট নির্বাচনে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের আবারও হোয়াইট হাউসে ফেরার সম্ভাবনা কোনদিকে যাচ্ছে- যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার সেটার উত্তর সবার জন্য এক প্রকার সহজ করে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত জুনে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার প্রেসিডেনশিয়াল বিতর্কে ট্রাম্পের কাছে একপ্রকার নাস্তানাবুদ হয়েছিলেন বাইডেন। তারপরেই ট্রুথের সোশ্যালের শেয়ার মূল্য বেড়েছিল।