বাস, ট্রাম, অটো, ট্রেন, স্কুল, কলেজ, আদালত কিংবা পাড়ার চায়ের দোকান- পশ্চিমবঙ্গের সর্বত্রই আরজি কর ঘটনায় ন্যায় বিচারের দাবি। এবার রাজ্যটিতে দুর্গাপূজার মহাষ্টমীর অঞ্জলি থেকেও উঠল একই দাবি। গতকাল সকালে কলকাতার কাছেই আড়িয়াদহ এনসি চ্যাটার্জি স্ট্রিটে অবস্থিত বিজয় সংঘে মহাষ্টমীর অঞ্জলি দেওয়ার পর্ব চলছিল। পুরোহিত তখন মন্ত্র উচ্চারণ করছিলেন। পাশে দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে সেই মন্ত্র-উচ্চারণ করছিলেন অঞ্জলি দিতে আসা নারী, পুরুষরা। এক সময় মন্ত্র উচ্চারণের ফাঁকেই ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে সমস্বরে স্লোগান তোলেন অঞ্জলি দিতে আসা অনুরাগীরা। এ ব্যাপারে পূর্ণা মুখোপাধ্যায় বলেন, দেবির কাছে এই প্রার্থনা করেছি যারা এ ঘৃণ্য অপরাধ করেছে, তাদের অবশ্যই সাজা হোক। দিনের পর দিন নারীদের সঙ্গে যে ঘটনা ঘটছে এটা কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। যার জন্যই আমরা ন্যায় বিচারের দাবি জানাচ্ছি। কলকাতা প্রতিনিধি