রাজধানীর পোস্তগোলা ব্রিজ এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় আল আমিন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
আজ বিকেল সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।
নিহত আল আমিন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কাঞ্চন হাওলাদারের ছেলে। তিনি গেন্ডারিয়ার ৩৫/২৩ ডিআইটি প্লটের একটি বাসায় ভাড়া থাকতেন।
নিহতের এক আত্মীয় জানান, সকাল সাড়ে ৮টায় এক বন্ধুকে নিয়ে আল-আমিন মোটরসাইকেলযোগে জুরাইনের পোস্তগোলা এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাদের ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে আল আমিন ছিটকে পড়েন।
সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে দ্রুত ঢামেক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বিকেল সাড়ে ৩টায় কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।