নিয়ম মেনে শেভিং : ছেলেদের হট লুক দেখাতে শেভিংয়ের জুড়ি নেই। কিন্তু ভ্রান্ত ধারণা রয়েছে, ঘন ঘন শেভিংয়ে দ্রুত দাড়ি ওঠে, দাড়ির ধরন পাল্টায়। এটা সম্পূর্ণ ভুল ধারণা। শেভিং করার পর মুখে নতুন দাড়ি অপেক্ষাকৃত ঘনই হয়।
মাত্রাতিরিক্ত এক্সফোলিয়েশনে ক্ষতি : সাধারণত এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং ত্বকের জন্য বেশ ভালো। যারা দাড়ি রাখতে ভালোবাসেন, তাদের জন্য এটি শুধু উপকারীই নয়, প্রয়োজনও। কিন্তু অনেকেই মনে করেন মাত্রাতিরিক্ত স্ক্রাবিং ত্বকের ক্ষতি করে। এটা ভুল ধারণা। বরং এতে ত্বকের মৃতকোষগুলো সহজেই উঠে আসে।
গোসলের পরই ময়েশ্চারাইজার : নিত্যদিনের গোসলের পর ত্বকচর্চার কোনো ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু ত্বকের সুস্থতায় ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার না করলেও চলবে এমন ধারণা ভুল। মনে রাখবেন, প্রতিবার গোসলের পর ময়েশ্চারাইজ মাস্ট।
পরিষ্কার রাখুন দাড়ি : দাড়ি নিয়ে পণ্ডিতি চলে সব পুরুষেরই। অনেক সেলুনের ভুল পরামর্শে সমস্যা জটিল হয়ে ওঠে। দাড়ি নিয়মিত পরিষ্কার না করলেও চলে, এমন প্রচলিত ধারণায় গা ভাসাবেন না। দাড়িতে বেশি ময়লা কিংবা খাদ্যকণা আটকে যেতে পারে। তাই এটি পরিষ্কার রাখা খুবই প্রয়োজন।
ট্রিমারের রক্ষণাবেক্ষণ প্রয়োজন : ট্রিমার কেনার পর এর ম্যানুয়াল বুকের লেখা নিয়ম অনুযায়ী ট্রিমারের যত্ন নিন। অনেক ট্রিমারের সঙ্গে ছোট ছোট ক্লিনিং ব্রাশ এবং খানিকটা তেল থাকে। এগুলোও সংরক্ষণ করতে হবে। ঠিকঠাক যত্ন আর ব্যবহারে ট্রিমারের আয়ুও বাড়বে এবং আপনার শেভিংও হবে আরামদায়ক ও কার্যকর।
তথ্যসূত্র : দ্য বিয়ার্ড ক্লাব
বিডি প্রতিদিন/হিমেল