জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, আমরা নৈরাজ্য প্রতিরোধ করতে চাই। দেশ মেরামত করতে চাই। রাষ্ট্র কাঠামো পুনঃপ্রতিষ্ঠিত করতে চাই,যাতে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।
রাজধানীর বনানীতে "রাষ্ট্র মেরামত : নৈরাজ্য প্রতিরোধ - অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা" শীর্ষক এক সমাবেশে বক্তৃতাকালে তিনি এ সব কথা বলেন।
সমাবেশে জাকের পার্টি ও সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয়, বিভাগীয়,জেলা, মহানগর, থানা ও উপজেলা নেতৃবৃন্দ ছিলেন।
বক্তৃতাকালে জাকের পার্টির মহাসচিব দেশব্যাপী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ অন্যান্য শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ