ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের খোঁজ খবর নিচ্ছেন বিএনপি নেতা নবীউল্লাহ নবী। এ ধারাবাহিকতায় আজ আরও পাঁচজনের পরিবারের খোঁজ নিলেন তিনি।
সোমবার রাজধানীর যাত্রাবাড়ীর ৬১ ও ৬২ নম্বর ওয়ার্ডের ধনিয়া এলাকায় নিহতদের পরিবারের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং সমবেদনা জানান।
পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে নবীউল্লাহ নবী বলেন, নিহতদের এই আত্মত্যাগ বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে থাকবে। ছাত্র-জনতার আন্দোলনে যারা নিহত হয়েছেন তারা জাতির বীর সন্তান। তাদের এই মহান ত্যাগ বিফলে যায়নি। তাদের প্রাণের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছে জাতি, স্বৈরাচারমুক্ত হয়েছে দেশ।
এসময় পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ, এক হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিহত পাঁচজনের পরিবারকে আর্থিক অনুদান দেন নবীউল্লাহ নবী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন