বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির সকল রাজবন্ধীদের নামে দায়ের করা সকল মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবিতে ঢাকার ধামরাইয়ে জনসভা করেছে বিএনপি-যুবদল ও ছাত্রদল।
শনিবার ধামরাইয়ের চর ডাউটিয়া ও আতুল্লারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খন্দকার আইয়ুব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।
এছাড়াও প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ। এসময় আরও বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আবু তাহের মুকুট, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আসিফুর রহমান খান মিলন, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, সাবেক ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ইবাদুল হক জাহিদ, আরেক সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল প্রমূখ।
সভায় ইয়াছিন ফেরদৌস মুরাদসহ বক্তারা দ্রুত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা ও সাজা বাতিলের দাবি জানান। একই সঙ্গে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
বিডি প্রতিদিন/আশিক