কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন করতে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৭ জুলাই) সকালে ভবনটি পরিদর্শনে যান সরকারপ্রধান। তিনি তাণ্ডবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ভবনটি ঘুরে দেখছেন। ধ্বংসযজ্ঞ দেখে প্রধানমন্ত্রীকে হতাশ ও অসন্তুষ্ট দেখা গেছে।
সেতু ভবন পরিদর্শনের আগে সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে সহিংসতায় আহতদের দেখতে যান বঙ্গবন্ধুকন্যা। তিনি চিকিৎসাধীনদের খোঁজ-খবর নেন এবং আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/আরাফাত