ফেনীর বন্যা দুর্গত এলাকার জন্য ত্রাণ হিসেবে সাড়ে ৮ হাজার প্যাকেট শুকনো খাবার হস্তান্তর করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
রবিবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ফেনীর মহিপাল ক্যাম্প কমান্ডিং অফিসার লে. কর্নেল মীর কামরুল হাসানের হাতে তিনি এই ত্রাণ হস্তান্তর করেন। বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বিজেএমসি, জুট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংস্থা থেকে এই ত্রাণ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান বিগ্রে. জেনারেল মো. জিয়াউল হক, বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফরহাদ আহমেদ আকন্দ, জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবুল হোসেন, জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তাপস প্রামানিক, এইচ এন্ড এইচ ফাউন্ডেশন এর সভাপতি এম সাফাক হোসেন, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ সেনাবাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ। প্রাপ্ত ত্রাণগুলো দ্রুত দুর্গত এলাকায় পৌঁছাতে নির্দেশনা দেন তিনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন