কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
শনিবার সকালে কুর্মিটোলা গলফ ক্লাবে আসিয়ান ঢাকা কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান।
এ সময় আসিয়ান ঢাকা কমিটির প্রতিনিধি বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমাম, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম, মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে, ফিলিপাইনের রাষ্ট্রদূত লিও টিটো এল অসান জুনিয়র, সিঙ্গাপুর হাইকমিশনার মিচেল লি, থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকসওয়াদি সুমিতমো, সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনামের রাষ্ট্রদূত নগুয়েন মান চুং সহ কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত