অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছু দুর্বলতা দেখা যাচ্ছে। বিভিন্ন হত্যাকাণ্ড এবং মন্দির, মাজারে হামলার বিষয়ে সরকারের কণ্ঠস্বর আরও জোরালো হওয়া দরকার। দুই মাসেও জুলাই আন্দোলনে শহীদের তালিকা প্রণয়ন ও আহত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করতে না পারায় তিনি সরকারের সমালোচনা করেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে ‘অন্তর্বর্তী সরকারের দুই মাস: পর্যালোচনা, প্রস্তাব, মতবিনিময়’ শিরোনামে এক আলোচনায় এসব কথা বলেন আনু মুহাম্মদ। গণতান্ত্রিক অধিকার কমিটির ব্যানারে এ আয়োজন করা হয়।
অন্তর্বর্তী সরকারের আশু করণীয় হিসেবে ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন মানবাধিকার কর্মী মাহা মির্জা। এসব দাবির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ, নিহত ও আহতদের তালিকা প্রকাশ এবং পরিবারের দায়িত্ব নেওয়া; হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী, এমপি, আমলা, পুলিশ, দলীয় সন্ত্রাসীসহ সবার বিচার নিশ্চিত করা; গণতান্ত্রিক সংবিধানের রূপরেখা প্রকাশ এবং জনমতের ভিত্তিতে তা চূড়ান্ত করা; অবিলম্বে দলগত সহিংসতা ও হত্যা বন্ধ করা; মন্দির, মাজার, মসজিদ, শিল্পকর্মসহ ধর্মীয় প্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা বন্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া; সবার জানমালের নিরাপত্তা দেওয়া এবং পাহাড় ও সমতলের মানুষদের অধিকার নিশ্চিত করা।
১৩ দফার প্রতিটি দফা উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, এসব দাবি বাস্তবায়ন কঠিন কিছু নয়। তারা এটি অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবেন। সরকারের ছয় মাস কিংবা প্রয়োজন হলে আরও সময় নিয়ে এসব দাবি পর্যালোচনা করা হবে। সরকারের সংস্কার কমিশনগুলো গঠনে সময়ক্ষেপণের সমালোচনাও করেন তিনি।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয়। তাদের ম্যান্ডেটের সীমাবদ্ধতা আছে। তাদের মূল কাজ হচ্ছে অবাধ নির্বাচনের মাধ্যমে একটা স্বভাবিক সরকারে ফিরে যাওয়ার পথ করে দেওয়া। এর আগে সংবিধান সংশোধনে একটা সম্মেলন (কনভেনশন) করতে হবে। মানুষের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি করতে হবে।
জুলাই আন্দোলনের পরও নারীরা আক্রমণের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন অধ্যাপক সামিনা লুৎফা।
বিডি প্রতিদিন/আরাফাত