হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম সুজনের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হলে বিচারক এস রমেশ কুমার ডাগা রিমান্ড ও জামিন নামঞ্জুর করেন।
এসময় আদালত চত্বরে আওয়ামী লীগ সমর্থকরা সুজনের মুক্তি চেয়ে শ্লোগান দিলে তাদের ধাওয়া করে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। এছাড়াও সাবেক এমপি সুজনকে পুলিশভ্যানে তোলার সময় তার ওপর ডিম নিক্ষেপ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান জানান, জিআর ৩৮৮/২৪ মামলায় সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ। কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করছেন। পাশাপাশি তার জামিনও নামঞ্জুর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন