তুমি নিশ্চিত কর যে রাতের
নিঃসঙ্গ পাতার পাশে তুমি থাকবে,
সঙ্গ দেবে আর বলবে, রাত যতই
গভীর হোক, সকাল ফুটবে-
তার নিজস্ব পবিত্র শারীরিক গন্ধে
আলোড়িত হবে পাতার সংসার,
পরম স্নেহে পিতৃতুল্য রোদ সন্তান স্নেহে
হাত বুলালে গায়, নূতন করে ভালোবাসা
অনুভব করবে, যেমনটা প্রতিটি বিপ্লবে
মানুষ স্বপ্ন দেখে ইতিবাচক পরিবর্তনের।