দুপুর লটকে আছে হলুদ প্রান্তরে।
পাখিগান শুনে শুনে চোখের তারায় নাচে ভূগোল
দিগন্তে ঝোলে রঙিন ঝালর
বাতাসে হেমন্তের স্নিগ্ধ আবেশ
রোদেলা দুপুরে নাচের মুদ্রা লুটোপুটি খায়;
ধুপইন বিলে মাছেদের নগরকীর্তন
রঙের বারই মুখ টিপে হাসে নিরাকার
হলুদ সায়রে কুঁড়াপাখির ছা বসে আছে
শান্তস্নিগ্ধ বিকেলের অপেক্ষায়...