মোহন মুরলি তুমি নও-
যা শোভে কৃষ্ণের কণ্ঠে
সুরধ্বনি চরাচরে ছড়ায় মৌতাত।
খলনায়কের ছলে তিষ্ঠানো কঠিন।
পরজন্মে রাধা হইতে কে চায়
বিরহ যে অহর্নিশ কেবলি পোড়ায়
সেই অগ্নি নিতান্তই অন্য তরিকার,
ধোঁয়া নাই দগ্ধতাই একমাত্র সার।
মুরলি বেজেছে কোন্ সুদূরের
একলাএকলি গাঙপাড়ে
চখাচখি যেখানে বেঁধেছে বাসা
টায়েটুয়ে বেঁচে থাকবে
এইটুকুন মনে ছিল আশা
বেশ, তারপর?
সবকিছু উল্টে দিল সায়াহ্নের ঝড়।