বার্সেলোনায় নিজের ভবিষ্যৎ আরও পাকাপোক্ত করলেন জুল কুন্দে। কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ তিন বছর বাড়াতে যাচ্ছেন এই ফরাসি ডিফেন্ডার। ফলে ২০৩০ সাল পর্যন্ত ন্যু ক্যাম্পেই থাকছেন তিনি।
বর্তমানে বার্সেলোনার সঙ্গে দক্ষিণ কোরিয়ায় প্রাক-মৌসুম সফরে আছেন কুন্দে। সিউলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন, নতুন চুক্তির আনুষ্ঠানিকতা বাকি মাত্র, মূল সমঝোতা ইতোমধ্যেই হয়ে গেছে।
তিনি বলেন, 'হ্যাঁ, এটা এখন কেবল সময়ের ব্যাপার। বার্সেলোনায় ফিরেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আমি এখানে দারুণ খুশি। ক্লাবের সঙ্গে আমার লক্ষ্য এক, প্রতিটি মৌসুমে শিরোপার জন্য লড়াই করা। বার্সেলোনা ছাড়ার কোনো ইচ্ছাই আমার নেই।'
২০২৭ সাল পর্যন্ত কুন্দের সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তি থাকলেও তার ধারাবাহিক পারফরম্যান্স এবং দলের সাফল্যে অবদান বিবেচনায় সময়ের আগেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় ক্লাবটি।
গত মৌসুমে বার্সেলোনার লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কুন্দে। রাইট-ব্যাকে নিয়মিত খেলে শাভি হার্নান্দেসের প্রথম পছন্দে পরিণত হয়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪১ ম্যাচে মাঠে নেমে করেছেন ৭ গোল ও ১৮ অ্যাসিস্ট।
ফ্রান্সের বোর্দোর একাডেমি থেকে উঠে আসা কুন্দে ২০১৯ সালে যোগ দেন সেভিয়ায়। তিন বছর পর, ২০২২ সালে বার্সেলোনায় পা রাখেন। ইতোমধ্যে ক্লাবটির হয়ে জিতেছেন দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ এবং একটি কোপা দেল রে শিরোপা। এছাড়া তিনবার জায়গা করে নিয়েছেন লা লিগার সিজনের সেরা দলে।
বিডি প্রতিদিন/মুসা