৩৫ বয়সী ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ভিদা আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। গত রবিবার ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন তিনি। ভিদার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন। ২০১০ সালে ক্রোয়েশিয়া দলে অভিষেক হয় ভিদার।
ক্রোয়েশিয়ার জার্সিতে ১০৫টি ম্যাচ খেলেছেন ৩৫ বয়সী এই তারকা।
ভিদা বর্তমানে গ্রিক শীর্ষ ক্লাব এথেন্সের হয়ে খেলছেন। ক্লাব ক্যারিয়ারে এই অভিজ্ঞ ডিফেন্ডার বায়ার লেভারকুসেন এবং বেসিকটাসের মতো উল্লেখযোগ্য ক্লাবের হয়ে খেলেছেন।
জাতীয় দলের জার্সিতে দারুণ কিছু অর্জন রয়েছে ভিদার। ২০১৮ সালের ফাইনালিস্ট ক্রোয়েশিয়ার একাদশে ছিলেন তিনি। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েছিল তার দল। টানা দুই বিশ্বকাপ দলের স্বপ্নযাত্রায় সঙ্গী হয়েছিলেন ভিদা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ