পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো তাদেরই মাঠে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতে নেয় নাজমুল হোসেন শান্তর দল।
সিরিজজয়ী দলকে গতকাল বৃহস্পতিবার সংবর্ধনা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার জানা গেল, বড় অঙ্কের অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন ক্রিকেটাররা।
আগামীকাল শনিবার বিকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে ৩ কোটি ২০ লাখ টাকা পুরস্কার তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবির মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি জাতীয় দলকে বোনাস দেয়। সেটা নির্ভর করে ফলের ওপর। এক টেস্ট জয়, এক ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য একেকরকম অর্থ পুরস্কার। পাকিস্তানে ইতিহাসগড়া শান্তরা এবার বড় অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন।
এদিকে, পাকিস্তান সফরের পর এবার ভারত সফরে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।
বিডি প্রতিদিন/জুনাইদ