ম্যাচের শেষ বাঁশি বাজতে তখন মাত্র কয়েক সেকেন্ড বাকি। ২-০ গোলে এগিয়ে থেকে সহজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ঠিক এই সময় বল দখলের লড়াইয়ে ভিয়ারিয়ালের ইয়েরেমি পিনোর সঙ্গে বেকায়দায় ধাক্কা লাগে দানি কারভাহালের। পিনোর পায়ের মাঝে পড়ে কারভাহালের ডান পা। আর এতেই ভয়ংকরভাবে বেঁকে যায় পা। চোটে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন স্প্যানিশ ডিফেন্ডার কারভাহাল।
পরে কারভাহাল নিজেই নিশ্চিত করেছেন, লিগামেন্টের মারাত্মক চোটে পড়েছেন। চোট থেকে সেরে উঠতে তার অস্ত্রোপচার লাগবে এবং এ জন্য তাকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে। মৌসুমের এই সময়ে দলের অন্যতম সেরা খেলোয়াড়ের চোটে পড়া নিশ্চিতভাবেই কপালের ভাঁজ বাড়াবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির।
বার্নাব্যুতে দাপুটে শুরু করা রিয়ালের এগিয়ে যেতে সময় লাগে ১৪ মিনিট। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভালভের্দে।
এর ফলে ২০২২ সালের জানুয়ারির পর বক্সের বাইরে থেকে শট নিয়ে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হলেন ভালভের্দে (৮)। ৭ গোল নিয়ে দ্বিতীয় স্থানে আছেন আঁতোয়ান গ্রিজমান ও লাগো আসপাস। বিরতির পর দর্শনীয় এক গোলে ব্যবধান বাড়িয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু দারুণ জয়ের উচ্ছ্বাস কারভাহালের ইনজুরিতে পরে ঢাকা পড়ে গেছে।
ভালভের্দে যেমন বলেছেন, ‘শেষ পর্যন্ত আমাদের জন্য ফল গুরুত্বপূর্ণ ছিল না। কারভাহালের স্বাস্থ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আগের ম্যাচে হোঁচট খেয়েছিল রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে লিলের কাছে হার মানে দলটি। যা ছিল সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচ পর মাদ্রিদের হার। এবার ভিয়ারিয়ালকে পেয়ে জয়ে ফিরল রিয়াল।
এই জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রইল দলটি। অন্যদিকে, ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।
ম্যাচ শেষে কারভাহালের চোট নিয়ে কথা বলেছেন রিয়াল কোচ আনচেলত্তিও। তিনি বলেন, ‘এটা দেখে মনে হচ্ছে হাঁটুর গুরুতর চোট। কয়েক ঘণ্টার মধ্যে বিস্তারিত জানা যাবে। ড্রেসিংরুমে সবার মন খারাপ এবং সবাই উদ্বিগ্ন। এমন কিছু ঘটেছে, যা আমরা কেউ চাইনি। এ ধরনের সূচিতে এমন কিছুই ঘটে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের সঙ্গে এটা ঘটেছে।’
কারভাহালের ছিটকে যাওয়ার পাশাপাশি ভিনিসিয়ুসকে নিয়েও তৈরি হয়েছে অস্বস্তি। আনচেলত্তি জানিয়েছেন, কাঁধ ও ঘাড়ে অস্বস্তি থাকায় ভিনিসিয়ুসেরও মেডিকেল পরীক্ষা–নিরীক্ষা করাতে হবে।
বিডি প্রতিদিন/নাজিম