উয়েফা নেশন্স লিগে জয়ে ফিরে গ্রুপ শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি। তবে গ্রুপের অপর ম্যাচে হোঁচট খেয়েছে নেদারল্যান্ডস।
শুক্রবার বসনিয়া হারজেগোভিনাকে ১-২ গোলে হারিয়েছে জার্মানি। এতে কোয়ার্টার ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে গেল জার্মানি।
অপরদিকে, ডাচদের ১-১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি। জয়বঞ্চিত থাকার পাশাপাশি এই ম্যাচে ডাচদের দুশ্চিন্তা বাড়িয়েছে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের দেখা লাল কার্ড, এটি জাতীয় দলের হয়ে তার প্রথম লাল কার্ড।
নেদারল্যান্ডসের পরের ম্যাচ জার্মানির বিপক্ষে। তাই গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দলের অন্যতম সেরা তারকাকে হারানো ডাচদের জন্য বড় ধাক্কাই বটে।
শুক্রবার রাতে বসনিয়ান শহর জেনিকার বিলিনো পোলজে স্টেডিয়ামে জার্মানদের হয়ে জোড়া গোল করেন দেনিজ উনদাভ। দু’টি গোলই হয় প্রথম ৩৬ মিনিটের মধ্যে। তবে দ্বিতীয়ার্ধে ৭০তম মিনিটে একটি গোল শোধ করে দেন বসনিয়ার এদেন জেকো। তবে শেষ পর্যন্ত জার্মানদের জয়বঞ্চিত করতে পারেনি স্বাগতিকরা।
ওদিকে, হাঙ্গেরির বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েছিল নেদারল্যান্ডস। গোল করে হাঙ্গেরিয়ানদের এগিয়ে দেন রোনাল্ড সাল্লাই। কিন্তু ৮৩তম মিনিটে ডাচদের সমতায় ফেরান ডেনজেল ডামফ্রিজ। এর ৩ মিনিট আগেই নেদারল্যান্ডসের অধিনায়ক ভার্জিল ফন ডাইক দুবার হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। জাতীয় দলের জার্সিতে এই প্রথম লাল কার্ড দেখলেন ফন ডাইক।
লিগে এ জয়ে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো জার্মানি। দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের পয়েন্ট এখন ৩ ম্যাচে ৫।
বিডি-প্রতিদিন/বাজিত