এবার নতুন বিতর্কের মুখোমুখি কিলিয়ান এমবাপ্পে। সুইডেনের নৈশক্লাবে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে রিয়াল তারকার বিরুদ্ধে। যদিও এই গুরুতর অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এমবাপ্পে।
সুইডিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির স্টকহোমের একটি নৈশক্লাবে এই ঘটনা ঘটিয়েছেন এমবাপ্পে। ফ্রান্স দল যখন নেশন্স লিগের ম্যাচ খেলতে ব্যস্ত, তখন এমবাপ্পেকে দেখা যায় সুইডেনের এক নৈশক্লাবে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে।
এমবাপ্পের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সুইডেন পুলিশ। তারা জানায়, এমবাপ্পেকে নিয়ে সন্দেহের মাত্রাটা খুব বেশি নয়। তদন্ত চলমান রয়েছে, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো কিছু পাওয়া যায়নি। পুরোপুরি অনুসন্ধান শেষেই মতামত দিতে চান তারা।
এদিকে, অভিযোগের বিরুদ্ধে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিশ্বকাপজয়ী এমবাপ্পে। এএফপিকে তার এজেন্ট বলেন, এমন খবরের কোনো ভিত্তি নেই।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি পোস্টও করেছেন এমবাপ্পে। সেখানে তিনি বলেন, সুইডিশ ওই গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা আছে পিএসজির। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
পিএসজির কাছে ৫৫ মিলিয়ন ইউরো বেতন বকেয়া থাকায় ক্লাবের বিরুদ্ধে মামলা করেন এই ফরাসি ফরোয়ার্ড। আর ধর্ষণের বিষয়টিও নাকি ওই মামলার সঙ্গে সম্পৃক্ত। এমন ধারণাই করছেন এমবাপ্পে।
কেএ