রাঙামাটিতে দুইশ' পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার ভোরে শহরের কাঁঠালতলী এলাকার নিচের পাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিদের নাম: মো.জসিম উদ্দীন (৩৫) ও তার স্ত্রী রাশেদা বেগম (৩২)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, আজ ভোরে রাঙামাটি শহরের কাঁঠালতলী এলাকার নিচের পাড়ার জসিমের বাসায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এসময় নিজ ঘরে ঘুমিয়ে থাকা জসিম ও তার স্ত্রীকে পুলিশ আটক করে। পরে ঘরের ভেতর তল্লাশি চালিয়ে প্রায় দুইশ' পিস ইয়াবাসহ নগদ ২৫ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।