রবিবার, ৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চাকরির পরীক্ষায় গণিত ও ইংরেজির প্রস্তুতি নিয়মিত

চাকরির খোঁজ ডেস্ক

গণিত ও ইংরেজি। বেশির ভাগ চাকরি প্রার্থীরই এ দুটি সাবজেক্ট অথবা কোনো একটি সাবজেক্টে দুর্বলতা থাকে। ফলে প্রতিযোগিতায় অন্যদের থেকে পিছিয়ে যায়। গণিত ও ইংরেজিতে দুর্বলতা রাখা যাবে না। যাঁদের দুর্বলতা আছে তাঁরা নিয়মিত চর্চার ফলে গণিত ও ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারেন। প্রতিদিনই কমপক্ষে দুই ঘণ্টা গণিত ও ইংরেজির পেছনে ব্যয় করুন। ধীরে ধীরে আপনার উন্নতি আপনি নিজেই অনুভব করতে পারবেন। পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির গণিত বইগুলো সমাধান করা যেতে পারে। তারপর চাকরির প্রস্তুতির কোনো গণিত বই থেকে বিগত সালে আসা বিভিন্ন প্রশ্ন বুঝে বুঝে সমাধান করা যেতে পারে। আর ইংরেজির ক্ষেত্রে ফ্রি-হ্যান্ড রাইটিং, অনুবাদ প্রভৃতি শিখতে হবে। এ জন্য প্রচুর ভোকাবুলারি জানতে হবে, নিয়মিত ইংরেজিতে লিখতে হবে, অনুবাদ করতে হবে, বিগত সালে আসা গ্রামারের প্রশ্ন সমাধান করতে হবে। যেকোনো ভালো মানের ইংরেজি বই থেকে অনুশীলন শুরু করা যেতে পারে।

সর্বশেষ খবর