আকস্মিক ছুটিতে দেশে গেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ। তিনি কবে ফিরবেন, নাকি আদৌ আর ফিরবেন না তা নিয়ে নেই কোনো তথ্য। এ ঘটনায় ছড়িয়ে পড়েছে নানান ধরনের আলোচনা।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে থাকা তথ্যানুসারে, ১১ মে থেকে ছুটিতে গেছেন সৈয়দ আহমদ মারুফ। বাংলাদেশের বাইরে রয়েছেন তিনি। ওই সময়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের উপহাইকমিশনার মুহাম্মদ আসিফ। বিমানবন্দর সূত্র জানান, রবিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে ঢাকা ত্যাগ করেন পাকিস্তানের হাইকমিশনার। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশে রাজধানীর হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্র নিশ্চিত করেছেন, হাইকমিশনার মারুফ বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। তাঁর এ সফর ‘দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি’ নিয়ে আলোচনার অংশ হিসেবেই দেখা হচ্ছে বলে দাবি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের ওই সূত্রের। তবে ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন, ভারত-পাকিস্তান যুদ্ধের মধ্যে ব্যক্তিগত সফরে কক্সবাজার যাওয়া ও এক বাংলাদেশি নারী সরকারি কর্মকর্তাকে জড়িয়ে আলোচনার কারণে জরুরি ভিত্তিতে দেশে ডেকে নেওয়া হয়েছে তাদের হাইকমিশনারকে। সৈয়দ আহমদ মারুফ ২০২৩ সালের ৭ ডিসেম্বর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করছেন। ৫ আগস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক এগিয়ে নিতে নানামুখী ভূমিকা রাখেন তিনি।