গোপালগঞ্জে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত ব্রি হাইব্রিড ধান-৬ এর ফসল কাটা উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০ টায় গোপালগঞ্জ সদর উপজেলার দক্ষিণ গোবরা মালোপাড়া গ্রামের কৃষক গৌরাঙ্গ ঠাকুরের জমিতে এ আয়োজন করা হয়।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সঞ্জয় কুমার কুন্ডু।
ব্রি গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মো: রোমেল বিশ্বাসের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, গোবরা ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস, কৃষক গৌরাঙ্গ ঠাকুরসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
ওই কৃষকের জমিতে ব্রি হাইব্রিড ধান৬ বিঘা প্রতি ২১ মন ফলন দিয়েছে বলে মাঠ দিবস থেকে জানানো হয়।
বিডি প্রতিদিন/হিমেল