দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে গাজীপুর প্রেসক্লাব ভবনে বাংলাদেশ প্রতিদিনের গাজীপুর জেলা প্রতিনিধি খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু নাসার উদ্দিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমউদ্দিন বুদ্দিন, গাজীপুরের জিপি মো. আমজাদ হোসেন বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক ও মো. মুজিবুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, মো. রুহুল আমিন সজীব ও মো. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মোকছেদুল আলম, বাংলাভিশন টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুক, কালের কন্ঠ শুভসংঘের গাজীপুর জেলা শাখার সভাপতি মো: ইমরান হোসেন প্রমুখ। পরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটায় অংশ নেন অতিথিরা।
পরে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গাজীপুর প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। এসব অনুষ্ঠানে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল