কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে উদযাপিত হল বাংলাদেশ প্রতিদিনের ১০ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান।
জেলার কালিগঞ্জ প্রেসক্লাবের হল রুমে শুক্রবার বেলা ১১ টায় সমাজকল্যাণ মন্ত্রী মো. নুরুজ্জামান আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এসময় তিনি বাংলাদেশ প্রতিদিনের ভূয়সী প্রশংসা করে বলেন, পত্রিকাটি খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ নয় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার কারণে।
এসময় তিনি বাংলাদেশ প্রতিদিন পরিবারের সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার রবিউল হাসান, লালমনিরহাট সাপ্তাহিক বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক গেরিলা লিডার ড.শফিকুল ইসলাম কানু, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, তুষভান্ডার ইউপি চেয়ারম্যান নুর ইসলাম, সিনিয়র সাংবাদিক আব্দুল আলীম, তিতাস আলম, আশরাফুজ্জামান দৌলত, মেহেদী হাসান জুয়েলসহ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রতিদিনের লালমনিরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম মানিক। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
বিডি প্রতিদিন/হিমেল