‘জীবনযুদ্ধে হাইরা যাইতে লইছলাম। পড়বাম কিবায় আর খাইয়ামই বা কিবায়। অহন দেহি আমরার পাশে খাড়াইছে বসুন্ধরা শুভসংঘ।’ তারা আমরারে প্রশিক্ষণ দিয়া একটা সেলাই মেশিন দিছে। অহন একটা মেশিন দিয়াই আয় কইরা দুই বইনে পড়বাম সেই সঙ্গে সংসারও চলব’- বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মের্শিন পেয়ে কথাগুলো বলছিলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের চৌরাস্তা এলাকার রিকশাচালক তোতা মিয়ার মেয়ে তামান্না আক্তার ও তুলি আক্তার। উপজেলা সদরে অবস্থিত সমূর্ত্ত জাহান মহিলা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তারা। গত ১৩ ফেব্রুয়ারি দুপুরে কলেজে একটি অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সঙ্গে তাঁদের হাতেও সেলাই মেশিন তুলে দেওয়া হয়। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দরিদ্র পরিবারের নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন। তামান্না ও তুলির মা মনোয়ারা বেগম ও বাবা তোতা মিয়াও সেদিন এসেছিলেন। সেলাই মেশিন পেয়ে তারা অনেক খুশি। তামান্না বলেন, বাবা অসুস্থ, তারপরও রিকশা চালাতে হয়। একদিন রিকশা না চালালে খাবার জোটে না। এ ছাড়াও আছে দুই বোন এক ভাইয়ের পড়ালেখার খরচ। নিজেদের জমিজমা বলতে কিছুই নেই। এখন আর বাবার আয়ের দিকে তাকিয়ে থাকতে হবে না। নিজেরাই সেলাই মেশিন দিয়ে আয় করে পড়ালেখা চালানো ছাড়াও সংসারের ব্যয় মেটানো যাবে। লাকী আক্তার বলেন, একটা মেশিনই অহন আমরার সম্পদ। এইডা দিয়াই অহন আরেকটা মেশিন কিনবাম। মনোয়ারা বেগম বলেন, ‘এরকম একটা পথ খুঁজছিলাম। কিন্তু লজ্জাশরমে কারও কাছে বলতে পারছি না। অবশেষে আল্লার ইশারায় বসুন্ধরা শুভসংঘ আমরার বাঁচার পথ দেখাইয়া দিছে। তোতা মিয়া বলেন, শইলডা আর চলে না। তারপরও রিকশার প্যাডেল মারঅন লাগে। ইচ্ছা না থাকলেও আয়ের জন্য বাইর হইতে হয়। অহন একটা চিন্তা গেছে। মাঝেমধ্যে বাইর অইলেও অইব। আমরারে যিনি এই মেশিনডার ব্যবস্থা কইর্যা দিছেন বসুন্ধরার মালিকরে অনেক দোয়া করি। আল্লায় যেন হেগরে বেবাকতেরে অনেক সুস্থ সবল রাহেন।’ সেলাই মেশিন নিয়ে বাড়িতে যাওয়ার সময় দুই বোনের বাঁধভাঙা খুশি ছিল সবার কাছেই দৃশ্যমান। এই সেলাই মেশিনটিই যে তাঁদের অবলম্বন হবে তা বোঝাই যাচ্ছিল দুই বোনের মুখ দেখে। মেশিন নিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল স্বপ্ন ধরে বাড়ি নিয়ে যাচ্ছেন তারা। দুই বোন দুই দিকে মেশিনটি ধরে বলছিলেন, ‘আয় বইন আয় বাড়িত গিয়া সবাই একসঙ্গে কইর্যা মোবাইলে একটা ছবি তুলবাম।’
শিরোনাম
- বিসিবি নির্বাচনে লড়ার ঘোষণা দিলেন ফারুক আহমেদ
- ২০২৪-এর বন্যা স্বাভাবিক ছিল না: প্রধান উপদেষ্টা
- আদানি চুক্তিতে ৪০ কোটি ডলারের ‘শুল্ক ফাঁকির’ অনুসন্ধানে দুদক
- বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ
- উচ্চতর গ্রেড পাবেন সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেডপ্রাপ্তরা
- শেরপুর সীমান্তে লোকালয়ে হাতি, বাড়ছে মানুষ ও বন্যপ্রাণির দ্বন্দ্ব
- আসছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’, এক ঠিকানায় মিলবে সব সেবা
- বিএনপির ৩১ দফা প্রচারে ঝিনাইদহে লিফলেট বিতরণ
- রাজশাহীতে রেললাইনের পাশে পড়েছিল শ্রমিকের মরদেহ
- হাজিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৪ চীনা নাগরিক গ্রেফতার
- শিক্ষার্থীদের ৫০০ টাকায় বিটিসিএলের ১৫ এমবিপিএস ইন্টারনেটে
- হলোকাস্ট বোর্ড থেকে কমলা হ্যারিসের স্বামীকে বরখাস্ত করলেন ট্রাম্প
- অভিনেতা সিদ্দিকের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন
- ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু
- ‘যখন বুঝতে পারলাম কী হচ্ছে, তখন চিৎকার শুরু করি’
- রমনা বটমূলে বোমা হামলা মামলার হাইকোর্টের রায় ৮ মে
- সালমান-আনিসুল-মামুন ফের রিমান্ডে
- শ্রমিক অসন্তোষে গাজীপুরে দুই কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন