বাংলাদেশের পাকিস্তান সফর চূড়ান্ত হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (৩০ এপ্রিল) নিশ্চিত করে জানিয়েছে যে, বাংলাদেশ ক্রিকেট দল আগামী মে মাসে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে। জুলাই মাসে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।
আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) অংশ হিসেবে এই সফরে মূলত তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ নির্ধারিত ছিল। তবে আগামী বছর ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের ক্রিকেট বোর্ডের পারস্পরিক সম্মতিতে ওয়ানডে সিরিজের বদলে দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত করা হয়েছে। এর ফলে সিরিজটি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রূপান্তরিত হয়েছে।
আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সলাবাদ এবং লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই মাঠে ১৭ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ১৯৭৮ থেকে ২০০৮ সালের মধ্যে ২৪টি টেস্ট এবং ১৬টি ওয়ানডে ম্যাচের সাক্ষী এই মাঠ। ২০০৮ সালের এপ্রিলে বাংলাদেশের বিপক্ষেই এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সেটি ছিল ওয়ানডে ম্যাচ। সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। বাংলাদেশ দল আগামী ২১ মে পাকিস্তানে পৌঁছাবে এবং ফয়সলাবাদেই তাদের অনুশীলন শুরু করবে। এর একদিন পর পাকিস্তানের বিপক্ষে শুরু হবে টি-টোয়েন্টি লড়াই।
একনজরে বাংলাদেশের পাকিস্তান সফরের সূচি :
১ম টি-টোয়েন্টি - ২৫ মে - ইকবাল স্টেডিয়াম, ফয়সলাবাদ
২য় টি-টোয়েন্টি - ২৭ মে - ইকবাল স্টেডিয়াম, ফয়সলাবাদ
৩য় টি-টোয়েন্টি - ৩০ মে - গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৪র্থ টি-টোয়েন্টি - ১ জুন - গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৫ম টি-টোয়েন্টি - ৩ জুন - গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
(প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়)
বিডি প্রতিদিন/জামশেদ