বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরবর্তী নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেটার ফারুক আহমেদ। ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পর তিনি দায়িত্ব নেন বিসিবির। তবে দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা প্রতিবন্ধকতা ও অভ্যন্তরীণ চাপের মুখে পড়তে হয়েছে তাকে। এসবের জবাব দিতেই আবারও বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে প্রবাসী সাংবাদিক খালেদ মহিউদ্দিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারুক জানান, নানা বিতর্ক ও সমালোচনার মধ্যেও তিনি নির্বাচনে অংশ নেবেন। সাম্প্রতিক সময়ে বিসিবির অর্থ স্থানান্তর ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে সমালোচনাগুলো হচ্ছে, সেগুলোর পেছনে পরিকল্পিত উদ্দেশ্য আছে। নির্বাচনের আগে একটি পক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাকে বিতর্কিত করতে চাইছে।’
ফারুক আহমেদ বলেন, ‘অক্টোবরে আমি নির্বাচন করব।’ তিনি অভিযোগ করেন, ‘কোনো একটি কোয়ার্টারে দুর্নীতি যারা করেছে ক্রিকেট বোর্ডে, এখনও চেষ্টা করছে আমাকে দমিয়ে রাখার। তাদের জন্য সবচেয়ে সহজ কাজ ফারুক ভাইয়ের জন্য দুই চারটি কলাম লিখলে, দুইটা মিথ্যা কথা বলে বদনাম দিলে ওই ধরনের লোক রিজাইন করে চলে যাবে।’
তাকে ইচ্ছাকৃতভাবে কোণঠাসা করার চেষ্টা চলছে দাবি করে বিসিবি সভাপতি আরও বলেন, দেশের ক্রিকেটের উন্নতি ছাড়া তার আর কোনও এজেন্ডা নেই। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে নির্বাচন থেকে সরে দাঁড়ালে সমস্যার সমাধান হবে না বরং লড়াই করেই টিকে থাকতে হবে।
বিডি প্রতিদিন/জামশেদ