বাংলাদেশের উত্তরের শেষ সীমান্ত, হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বসুন্ধরা শুভসংঘের আয়োজনে মাদক, অনলাইন জুয়া এবং শিশুশ্রম বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বসুন্ধরা শুভসংঘের আয়োজনে 'মাদক,অনলাইন জুয়া এবং শিশু শ্রমকে না বলি' শীর্ষক সচেতনতামূলক সভায় তেঁতুলিয়ার সীমান্তবর্তী গ্রাম সরদার পাড়ার গ্রামবাসীরা বিশেষ করে শিশুরা, নারী-পুরুষ শ্রমিকরা অংশগ্রহণ করেন।
রবিবার (২৭ জুলাই) বসুন্ধরা শুভসংঘ তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস আলম লিটনের সভাপতিত্বে সচেতনতামূলক সভায় শিক্ষক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বসুন্ধরা শুভসংঘের সদস্যরা মাদক অনলাইন জুয়া এবং শিশুশ্রম এর ক্ষতিকর দিক সম্পর্কে বিশদ আলোচনা করেন।
বসুন্ধরা শুভসংঘ, তেঁতুলিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি সাংবাদিক রতন বলেন, অনলাইন জুয়া মহামারী আকারে গ্রামগঞ্জে বিস্তার লাভ করছে, এ থেকে পরিত্রাণের জন্য গৃহবধূদের তাদের স্বামীর প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা অনুরোধ করেছি।
শিক্ষক আবু সায়েম মোঃ সলিমুল্লাহ বলেন, শিশুদের স্কুল টাইমে পাথরের কাজে না পাঠিয়ে স্কুলে পাঠানোর অনুরোধ করা হয়েছে এবং আমরা এলাকাবাসীকে বুঝিয়েছি শিশুদের বিদ্যালয়ে পাঠালে একদিকে যেমন শিশুরা শিক্ষিত হবে অন্যদিকে তারা উপবৃত্তিও পাবেন।
এসময় বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভায় অংশগ্রহণকারী নারীরা তাদের শিশুদের শিশুশ্রমে না পাঠিয়ে স্কুলে পাঠানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বসুন্ধরা শুভসংঘ তেতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ফেরদৌস আলম লিটন বলেন, মাদক এবং অনলাইন জুয়া একই সূত্রে গাথা। এতে একটি পরিবার প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্ত হয়, তারপরে সমাজ, আর সমাজ থেকে রাষ্ট্র। এ থেকে পরিত্রাণের জন্য আমাদের সকলকে সচেতন হতে হবে বিশেষ করে আমরা যুবকদের মোবাইল ব্যবহারের কিছু নির্দেশনা দিয়েছি।
বসুন্ধরা শুভসংঘের সদস্য আরিফুল ইসলাম আরিফ বলেন, মাদক শুধু একটি মানুষকেই ধ্বংস করে না এটি পুরো পরিবারটিকে কলঙ্কিত করে। আপনার ছেলে মেয়ে বাইরে কি করে, কার সাথে ঘোরাফেরা করে, কখন বাড়ি ফিরে এইগুলো লক্ষ্য রাখতে হবে।
অংশগ্রহণকারী নারীদের মধ্যে কয়েকজন তাদের পারিবারিক সমস্যার কথা উল্লেখ করে বলেন, আমাদের পরিবারের সদস্যের মধ্যে কয়েকজন অনলাইন জুয়া ও মাদকে আসক্ত রয়েছে। আজকের সভার কথা শুনে এখন বুঝতে পেরেছি এবং তাদেরকে আসক্তি দূর করার উপায় সম্পর্কে জানতে পেরেছি।
এসময় উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ তেঁতুলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সহ-সভাপতি সারোয়ার সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাহফুজ নিয়ন, যুগ্ম সম্পাদক শাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক আসলাম আশিক, রক্তদান বিষয়ক সম্পাদক আরিফ, কার্যকরী সদস্য তৌহিদুল হক, কার্যকরী সদস্য মোবারক হোসেন, কার্যকরী সদস্য রবিউল ইসলাম রতন প্রমুখ।