সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আশরাফুল ইসলাম অন্তু, জাহিদ হোসেন নাইম, আব্দুউল্লাহ আল মাসুদ ও সীমান্তসহ চারজন আহত হয়েছেন।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সাধারণ সম্পাদক ইমরান খানের অনুসারী হিসেবে পরিচিত।
শনিবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত কয়েক দফা সংঘর্ষ হয় বলে জানান সহকারী প্রক্টর আবু হেনা পহিল। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন