ছাত্রলীগের দুই পক্ষের আধিপত্য বিস্তার কেন্দ্র করে ভাঙচুরের ঘটনার ১৬ দিন পর খুলে দেওয়া হয়েছে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস। ভাঙচুর করা ছাত্রাবাসটি সংস্কার না করেই শনিবার বিকেল ৩টায় শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়।
এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ বলেন, পরিচয়পত্র দেখে প্রকৃত শিক্ষার্থীদের ছাত্রাবাসে উঠানো হয়েছে। প্রত্যেক বৈধ শিক্ষার্থীকে আবাসিক কার্ড দেওয়ার পাশাপাশি বহিরাগত ও অবৈধ গেস্টদের থাকার ব্যাপারে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, শিগগিরই ছাত্রাবাস সংস্কার করা হবে।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই ছাত্রলীগ নেতা টিটু ও হোসাইন গ্রুপের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমসি কলেজ ছাত্রাবাসের তিনটি ব্লকে অর্ধশত কক্ষ ভাঙচুর করা হয়। এরপর অনির্দিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এ ঘটনায় ২৫ জনকে আসামি করে মামলাও দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/২৯ জুলাই ২০১৭/আরাফাত