ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ফোকলোরকে আমরা বকেয়া বলে আঁখির কোণে দেখবো না। ফোকলোর কোনও আষাঢ়ে গল্প নয়। আর ফোকলোরকে আষাঢ়ে গল্প বলে আমরা প্রত্যাখ্যান করবো না। ফোকলোর চির বহতা নদীর মত। ছিল, আছে এবং থাকবে, যতক্ষণ পর্যন্ত এই গ্রহে কমিউনিটির অস্তিত্ব আছে।
রবিবার সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে ফোকলোর স্টাডিজ বিভাগ বিভাগের আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. রবিউল হোসেন অনুর সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন ফোকলোর স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাবিবুর রহমান, বাংলা বিভাগের সিনিয়র অধ্যাপক ড. আবুল আহসান চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/৩০ জুলাই ২০১৭/আরাফাত