সম্মেলনের প্রায় ৮ মাস পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ১৫১ সদস্য বিশিষ্ট রুয়েট ছাত্রলীগের পূর্ণাঙ্গ এ কমিটির অনুমোদন দেন। আজ সোমবার রুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রাহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ১৫১ সদস্যের এ কমিটিতে সহ-সভাপতি পদে ৩৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৯ জন, সাংগঠনিক সম্পাদক পদে ৯ জন, প্রচার সম্পাদক, দফতর সম্পাদকসহ বিভিন্ন সম্পাদক পদে ২৫ জন ও উপ-সম্পাদক পদে ২৫ জন, সহ-সম্পাদক পদে ২৭ জন ও সদস্য হিসেবে ২১ জনকে পদ দেওয়া হয়েছে।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রাহমান তপু বলেন, রুয়েট ছাত্রলীগের কার্যক্রম আরও গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সম্মেলনের দিন থেকে বিতর্ক ছাড়া পূর্ণাঙ্গ কমিটি করাটা আমাদের চ্যালেঞ্জ ছিল। কিন্তু আমরা সেটা ভালোভাবে পার করতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রুয়েট ছাত্রলীগ ভূমিকা রেখে চলবে।
প্রসঙ্গত, গত বছর ৭ ডিসেম্বর রুয়েট ছাত্রলীগের সম্মেলনের পর ১১ ডিসেম্বর সভাপতি-সম্পাদকের নামসহ প্রাথমিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার নির্দেশনা থাকলেও প্রায় আট মাস পর পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হলো।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৭/মাহবুব